নেই কোনো পরিবর্তন। অব্যাহত মোদী সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি। গুজরাটের আদালতের নির্দেশকে উপেক্ষা করেই অকর প্যাটেলকে আটকানো হল বেঙ্গালুরু বিমানবন্দরে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কর্ণধার, অকর প্যাটেলকে আমেরিকা যাওয়ার পথেই আজ বেঙ্গালুরু বিমানবন্দরে আটকানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অকর একটি টুইটও করেছেন। টুইটে তিনি লিখেছেন, “ইমিগ্রেশন আধিকারিকদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সিবিআই তাকে এক্সিট কন্ট্রোল তালিকায় রেখেছেন। যার মাধ্যমে দেশের নাগরিকদের দেশের বাইরে যাওয়া থেকে আটকানো হয়।” তিনি আরও যোগ করেছেন, “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিরুদ্ধে মোদী সরকার মামলা করায়, সেই কারণেই সিবিআই অকর প্যাটেলের বিরুদ্ধে লুক আউট নির্দেশিকা জারি করেছে।” যদিও প্যাটেলকে ওই একই মামলায় গুজরাত হাইকোর্ট মার্কিনমুলুক যাত্রার অনুমতি দিয়েছিল। বিচারপতি তাকে তার পাসপোর্ট ফেরত দেওয়ার অনুমতি দিয়েছেন। সেই সঙ্গে ১লা মার্চ থেকে ৩০শে মে পর্যন্ত আমেরিকা সফরের অনুমতি দিয়েছেন। সেই ছবিও টুইটের সঙ্গে পোস্ট করেছেন অকর।
উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, ২০১১-১২ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিদেশি অনুদান গ্রহণের অনুমতি ছিল। যদিও সেই সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাস্ট এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে ২০১২-২০১৩ এবং ২০১৩-১৪ সালে জানানো হয়েছিল, তাদের তরফে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট মানা হয়নি। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মাববাধিকার সংস্থাটি জানিয়েছে, মোদী সরকারের তরফে বলপূর্বক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তাই তাদের সব কাজ বন্ধ রয়েছে। বলাই বাহুল্য আদালতের রায়কে উপেক্ষা করে, ফের একবার প্রতিহিংসার রাজনীতির নজির স্থাপন করল মোদী সরকার। সেই সঙ্গে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রতিহিংসামূলক কাজে ব্যবহার করল গেরুয়াশিবির।