ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে কিছুদিন আগেই হিন্দুস্তান ইউনিলিভার এবং নেসলে তাদের একাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। এবার সেই পথে হেঁটে ফের দুধের দাম বাড়াতে পারে আমূল৷ মঙ্গলবার সংস্থার আধিকারিকরা সেরকমই ইঙ্গিত দিয়েছেন৷ পণ্য পরিবহণ, কাঁচা মাল এবং প্যাকেজিংয়ের খরচ বেড়ে যাওয়ার কারণেই দুধের দাম বাড়াতে পারে আমূল৷ তবে লিটার পিছু কত টাকা করে দাম বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি৷
আমূল সংস্থার এমটি আর এস সোধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দাম কমার তো প্রশ্নই নেই৷ গত দু’ বছরে সংস্থা ৮ শতাংশ দাম বাড়িয়েছে৷ গত মাসেই প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছিল আমূল৷ আমূলের ওই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, জ্বালানির দাম প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে৷ যার ফলে কোল্ড স্টোরেজে দুধ সংরক্ষণের খরচ বাড়তে পারে৷ একই ভাবে প্যাকেজিং-সহ অন্যান্য কাঁচামালের খরচও বেড়েছে৷ এমনই বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে সংস্থার লাভ কমেছে।