এবার মতুয়াদের সংগঠনের সভায় যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নদিয়া জেলার কল্যাণীতে রাষ্ট্রীয় অধিবেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে নমঃশূদ্র বিকাশ পরিষদের তরফে। নমঃশূদ্র সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ করার জন্য ওই অধিবেশনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান তাঁরা। তাই নবান্নে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণবার্তা পাঠানো হয়েছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দফতর ওই সভায় তাঁর হাজির থাকার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। তারা সভার দিন নিশ্চিত ভাবে জানালেই সভার আয়োজনের বিষয়ে তোড়জোড় শুরু করবে নমঃশূদ্র বিকাশ পরিষদ।
ওই সভায় মুখ্যমন্ত্রী মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আবারও রাজ্য সরকার তথা তাঁর দল তৃণমূলের অবস্থান স্পষ্ট করতে পারেন বলেই আশা করছে নমঃশূদ্র বিকাশ পরিষদ। মতুয়াদের নিয়ে মমতা এবং তাঁর দলের রাজনৈতিক অবস্থান হল, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বাংলায় বিরোধিতা করা। সেই সঙ্গে বলা হয়েছে, উদ্বাস্তু ভোটাররা সকলেই ভারতীয় নাগরিক। তাই সিএএ-র প্রয়োজন নেই বাংলায়। সম্প্রতি মতুয়া মহাসঙ্ঘের বারুণীর মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন। বিজেপি শিবির আবার মুখ্যমন্ত্রীর জনসভায় হাজির হওয়ার ঘটনাকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভার পাল্টা হিসেবেই দেখছেন। প্রসঙ্গত, নমঃশূদ্রদের একটি বড় অংশ মতুয়া সম্প্রদায়ভুক্ত।