কলকাতা পুরনিগমে বেশ কিছু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতিই। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতেই এই নিয়োগগুলি করা হবে। প্রার্থীদের শারীরিকভাবে সুস্থ হলেই চলবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট। আউটডোর ডিউটি করতে হবে। সেই কারণেই শারীরিকভাবে কর্মঠ থাকার দিকে গুরুত্ব দেওয়া হবে। আবেদন করার জন্য ন্যূনতম ১৮ বছরের হতে হবে। বয়সের সর্বোচ্চসীমা ৪০ বছর।
প্রার্থীদের লেখা ও পড়ার দক্ষতা যাচাই করা হবে। সেইসঙ্গে ফিল্ড টেস্টও নেওয়া হবে। তার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। কর্মীদের ম্যাট্রিক্স আরওপিএ ২০১৯ পে লেভেল ১ অনুযায়ী বেতন দেওয়া হবে। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া যাবে। এর জন্য যেতে হবে এই লিঙ্কে। ওয়েবসাইটে ‘অ্যাপলাই অনলাইন’ সেকশন থেকে আবেদন করা যাবে। জেনারেল, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা। এসসি/এসটি/পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে সেটা হবে ৫০ টাকা। আবেদন করতে হবে আগামী ২৪শে এপ্রিলের মধ্যে।