মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সুসম্পন্ন মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধনপ্রক্রিয়া। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও সহসভাপতি কুণাল ঘোষ। দুপুরে নবান্নে এসে তাঁরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সাক্ষাৎপর্বেই মমতাকে মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধন করার অনুরোধ জানিয়ে আমন্ত্রণ জানান তাঁরা। মমতার হাতে মোহনবাগানের অমর একাদশের একটি স্মারক তুলে দেন কুণাল-দেবাশিস। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথাও হয় মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, মোহনবাগান ক্লাব তাঁবুর নতুন করে সংস্কার করতে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য দিয়েছিলেন। তাঁর নির্দেশে রাজ্য সরকার মোহনবাগান কর্তাদের ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। ক্লাব সচিব দেবাশিস বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ৫০ লক্ষ টাকা দিয়ে ক্লাব তাঁবু সংস্কার করতে সাহায্য করেছিলেন। তাই আমরা কৃতজ্ঞতাবশত তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমরা অনুরোধ করেছিলাম, যাতে তিনি আমাদের ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধন করেন। তিনি উদ্বোধন করতে রাজি হয়েছেন।” মোহনবাগান ক্লাব সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দফতর সময় দিলেই তাঁরা নতুন তাঁবুর উদ্বোধনের কর্মসূচী ঠিক করে ফেলবেন।