আসানসোলের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জন্য ভোট চেয়েছেন মিঠুন চক্রবর্তী। এই নিয়ে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ব্যক্তি মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা জানাই। লোকে দেখে শেখে, ঠেকে শেখে। কিন্তু মিঠুনদা তো দেখেও শিখছেন না, ঠেকেও শিখছেন না। মিঠুনদার রাজনৈতিক ভূমিকাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন’।
মিঠুন চক্রবর্তীতে বক্রোক্তির সুরে কুণাল ঘোষ আরও বলেন, ‘আপনাকে সাংসদ করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। তারপরে এই রাজনীতিতে দেখা গেল, আপনি জলঢোঁড়া সাপ। আপনাকে তো ভোটের ফলের পরে আর দেখা গেল না। আপনি এখন উধাও বিজেপি। কেন নিজের সম্মান নষ্ট করছেন? আসলে আপনাকে চাপ দিয়ে করাচ্ছে। দশচক্রে ভগবান ভূত হয়ে যাবেন না’।
আসানসোলের বিজেপি প্রার্থীর সমর্থনে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন মিঠুন চক্রবর্তী। তাতে মিঠুন বলেছেন, ‘আমি কথা বলছি আপনাদের মেয়ে, আপনাদের বোন, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জন্য। তিনি চান মানুষের সেবা করতে, মানুষের পাশে দাঁড়াতে’। সেই সঙ্গে ‘মহাগুরুর’ সংযোজন, ‘ভোট দিন। অগ্নিমিত্রাকে জয়ী করুন। একবার দেখুন না চেষ্টা করে। এত বছর তো চলে গেল, পাঁচ বছর চেষ্টা করুন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের পাশে অবশ্যই দাঁড়াবে’।
অগ্নিমিত্রার হয়ে মিঠুনের এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছেব কুণাল ঘোষ। মিঠুনের কিছু চর্চিত সংলাপ তুলে ধরে কুণালের আক্রমণ, ‘ঘুরে ঘুরে বলে বেরাচ্ছেন মারব এখানে, লাশ পড়বে শ্মশানে, আমি জাত গোখরো… কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আপনি একটি জলঢোঁড়া সাপ’।