আমাদের সরকারে কোনও অভ্যন্তরীণ অস্থিরতা নেই। এবার এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকর। বরং তাঁর সরকারকে অপদস্থ করতে যাঁরা এমন অভিযোগ তুলছেন তাঁদের উন্নয়নের কাজের মাধ্যমেই উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিন মধ্য মুম্বইয়ের ওয়াডালায় জিএসটি ভবন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে ভার্চুয়ালি বক্তৃতায় উদ্ধব ঠাকরে বলেন, ‘মহারাষ্ট্রকে যাঁরা অপদস্থ করছেন তাঁদের এটা মনে রাখা উচিত, যে এই রাজ্যের দেশের অর্থনীতিতে বড়সড় অবদান রয়েছে। এমভিএ সরকারে অভ্যন্তরীণ অস্থিরতা নেই। এটিই মহা বিকাশ আঘাড়ি, যাদের পা মাটিতে শক্তভাবেই রয়েছে। পরিকল্পিতভাবেই রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করছে এই সরকার।’
গত দু’বছরে এমভিএ সরকার প্রস্তাবিত সময়ের আগেই একাধিক প্রকল্পের কাজ শেষ করেছে বলে দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বিরোধীদের সমালোচনা ও টিপ্পনির জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘অনেকবার শুধু ঘোষণাই হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কিন্তু আমরা আজ থেকেই এই ভবন তৈরির কাজ শুরু করে দিলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ।’ তাঁর সরকার যে কাজের মাধ্যমেই বিরোধীদের লাগাতার সমালোচনার জবাব দিয়ে যাবে, সে কথা স্পষ্ট করে দিয়েছেন ঠাকরে।