মুখ্যমন্ত্রী আসার আগে পর্যন্ত বগটুইয়ের ছবিটা ছিল একদম আলাদা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেই স্বজনহারা মানুষগুলোর দুঃখটাকে ভাগ করে নিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন, পাশে থাকার, দোষীদের কঠোর শাস্তি দেওয়ার। পাশাপাশি ঘোষণা করেছিলেন ক্ষতিপূরণও। মুখ্যমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শনের পর থেকেই চেনা ছন্দে ফিরতে শুরু করেছে বগটুই। এবার যেমন বীরভূম জেলা শাসকের নির্দেশের পর বগটুই গ্রামে যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী আছেন তাঁদের বাসে করে রামপুরহাট শহরের একটি বেসরকারি স্কুলে নিয়ে যাওয়া হল। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, সেখানে থেকেই পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের দফতরে আধিকারিকরা উপস্থিত ছিলেন পাশাপাশি ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা সকলে যাতে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই কারণেই প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হল রামপুরহাট শহরের একটি বেসরকারি স্কুলের আবাসনে। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল, শনিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রামপুরহাটের বগটুই গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬। রামপুরহাট শহরে বসেই সেই মাহেন্দ্রক্ষণের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
