ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে কিছুদিন আগেই হিন্দুস্তান ইউনিলিভার এবং নেসলে তাদের একাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। এবার সেই পথে হেঁটে দেশের বৃহত্তম কুকি প্রস্তুতকারক সংস্থা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের প্রোডাক্টের দাম ৭ শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। এর ফলে নিঃসন্দেহে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের পকেটে চাপ পড়তে চলেছে।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরী জানিয়েছেন, ‘গত দু’বছরের মতো খারাপ বছর আমরা এর আগে দেখিনি। আমরা প্রথমে ধারণা করেছিলাম ৩ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটবে। তবে দুর্ভাগ্যক্রমে তা থেকে বেড়ে হয়েছে ৮ থেকে ৯ শতাংশ।’ প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করতেই বিশ্বজুড়ে ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েছেন। সরবরাহে দেখা দিয়েছে ব্যাপক ঘাটতি। সাধারণ দৈনন্দিন জিনিসের দাম এই যুদ্ধের ফলে লাফিয়ে বেড়েছে। ফলে নিম্নস্তরের দিন আনা দিন খাওয়া মানুষেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা গিয়েছে, ডিসেম্বর ত্রৈমাসিকে ব্রিটানিয়ার নিট আয় ১৯ শতাংশ কমেছে। ১৩০ বছরের এই কোম্পানিটি গুড ডে ও মেরি গোল্ড কুকিজের মতো ব্র্যান্ডের বিস্কুট তৈরি করে। কোম্পানি জানিয়েছে, ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির নিট আয় ১৯ শতাংশ কমে গিয়েছে। যা ছিল কোম্পানির অনুমানের বাইরে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরী জানিয়েছেন, ‘কোম্পানির ব্যবহৃত প্রতিটি কাঁচামালের দাম বাড়ছে। আর সেই কারণেই দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।’