আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর তার আগে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর তরফ থেকে বড় আপডেট দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোর জন্য। আগামীকাল, অর্থাৎ এপ্রিল মাসের ১ তারিখ থেকে বদলে যাচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি)-এর নিয়ম৷ এবার থেকে একটি নির্দিষ্ট টার্নওভার থাকলেওই বেশ কিছু কোম্পানিকে জমা করতে হবে বিটুবি ইলেকট্রনিক ইনভয়েস। বিটুবি ট্রাঞ্জাকশনের জন্যে এই ইলেক্ট্রনিক ইনভয়েস জারি করতে হত এতদিন।
প্রসঙ্গত, ২০২০ পর্যন্ত যে সমস্ত কোম্পানির বার্ষিক টার্নওভার ছিল ৫০০ কোটি টাকা, তাদেরকে এই ইলেক্ট্রিক বিটুবি ইনভয়েস জেনারেট করতে হত। এবার থেকে এই নিয়মে বড় বদল আসছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, যে কোম্পানিগুলোর বার্ষিক টার্নওভার কুড়ি কোটি টাকা তাদেরকে এবার থেকে এই ইলেক্ট্রনিক বিটুবি ইনভয়েস জেনারেট করতে হবে। ২০২০ পর্যন্ত যা ছিল ৫০০ কোটি টাকা, তাই এবার নামিয়ে আনা হল ২০ কোটিতে। এখান থেকে একটি জিনিস সহজেই বোঝা যায়। ইলেক্ট্রনিক বিটুবি ইনভয়েস জেনারেট করার পরিমাণ এবার স্বাভাবিকভাবেই আরও বাড়বে। দেশের লাখ লাখ কোম্পানির উপর প্রভাব ফেলতে চলেছে এই নিয়ম।