দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আচমকা হামলার অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জানা গিয়েছে, এদিন বিজেপির যুব মোর্চা দিল্লীতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। শুধু তাই নয়, তাঁর বাড়ির দরজার রং গেরুয়া করে দেওয়া হয় বলে খবর। বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ব্যবহার করতে বাধ্য হয় দিল্লী পুলিশ।
জানা গিয়েছে, কাশ্মীরি পন্ডিতদের নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপির যুব মোর্চা। বুধবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে সোচ্চার হয় বিজেপি সমর্থকরা। এদিনের বিক্ষোভ মিছিলেন উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা তেজস্বী সূর্য্য, বৈভব সিং। এদিন কয়েকটি ছবিতে দেখা যায়, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির দরজায় লাগানো গেরুয়া রং। রয়েছে কিছু গেরুয়া রংয়ের হাতের ছাপও। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন দিল্লীর উপমুখ্যমন্ত্রী।
তিনি একটি টুইটও করেন। এই টুইটে তিনি লেখেন, ‘দিল্লীতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দুষ্কৃতী হামলা। তাঁর বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে’। এই ঘটনায় দিল্লীতে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।