শববাহী গাড়ির টাকা জোগাড় করতে না পারায় স্ত্রীর মৃতদেহ কাঁধে ১২ কিলোমিটার পথ হেঁটেছিলেন উড়িষ্যার কালাহান্ডির বাসিন্দা দানা মাজি। পাঁচ বছর আগে এমনই একটা ছবি নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। ২০১৭ সালের সেই ঘটনার পর এবার তেমনই এক দৃশ্য দেখা গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। রোগীর মৃত্যুর পর শববাহী যান দিতে পারেনি স্বাস্থ্যকেন্দ্র। তাই শবদেহ কাঁধে চাপিয়েই বাড়ির পথ ধরলেন চার মহিলা। দৃশ্যটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই প্রশাসনের গাফিলতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও প্রশাসন জানিয়েছে, ‘এ নিয়ে এত আলোচনার কিছু নেই। বিষয়টি খুব একটা বড় ব্যাপারও নয়।’
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রায়পুরে। সেখানের একটি চিকিৎসা কেন্দ্রে অসুস্থ আত্মীয়াকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন চার মহিলা। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই মারা যান তিনি। কিন্তু তার পর স্বাস্থ্যকেন্দ্রের তরফে শববাহী যান দেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই মহিলারা। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে ওই চার জন মহিলাকে দেখা যাচ্ছে মাথায় এবং কাঁধে করে মৃতদেহ-সহ খাটিয়াটিকে বয়ে নিয়ে যেতে। প্রশ্ন করায় তাঁরা জানিয়েছেন, প্রশাসন তাঁদের শববাহী যান দিয়ে সাহায্য করেনি। যে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য তাঁরা তাঁদের আত্মীয়াকে নিয়ে এসেছিলেন, তারাও কোনও রকম ব্যবস্থা করেনি। যদিও এ নিয়ে কোনও হেলদোল নেই প্রশাসনিক মহলে। ওই স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক বি এল মিশ্রও জানিয়ে দিয়েছেন, ‘এই ঘটনা নিয়ে এত আলোচনার কিছু নেই। এই এলাকায় শববাহী যান পাওয়া দুরূহ।’