অনেক কষ্টে যুদ্ধের মুখ থেকে ফিরেছেন তিনি। যুদ্ধের ময়দান থেকে প্রাণ হাতে করে ফিরতে পেরেছেন বাড়িতে। কিন্তু এখন কী করে বাকি জীবনটা কাটাবেন, সেটাই বুঝতে পারছেন না ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়া হরজোৎ সিং। কারণ আহত হয়ে তাঁকে ভর্তি হতে চয়েছিল দিল্লির সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়েছে, তবে তাঁর চিকিৎসা এখনও চালিয়ে নিয়ে যেতে হবে আগামী এক বছর ধরে। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে সিং পরিবারের। চাকরি থেকে অবসরপ্রাপ্ত বাবা কোথা থেকে চিকিৎসার এত টাকা জোগাবেন, তা বুঝতে পারছেন না হরজোৎ।
হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়েছে, কিন্তু বলা হয়েছে আবারও স্বাভাবিক জীবন যাপন করতে গেলে আগামী এক বছর কড়া চিকিৎসায় থাকতে হবে। সেই শুনে সংবাদমাধ্যমে হরজ্যোৎ বলছেন, ‘চিকিৎসকরা বলছেন, আমার হাত ও পায়ের চিকিৎসা আরও একবছর ধরে চালাতে হবে। কিন্তু আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত চাকুরিজীবী। আমার চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের থেকে আর্থিক সাহায্যের প্রয়োজন’।
তবে ছেলেকে নিয়ে এখনও আশার আলো দেখছেন বাবা কেশর সিং। তিনি বলছেন, ‘আগে আমার ছেলেটা সুস্থ হয়ে উঠুক, তার পর বাকিটা দেখা যাবে। আমার ছেলেকে সুস্থ হওয়ার সুযোগ দিতে হবে। তার পর ও নিজেই ভাববে কী করতে চায়। কোনও দেশই ভাল বা মন্দ নয়। এটি দু’দেশের মধ্যে লড়াই নয়, এটি আসলে দু’টি ইগোর লড়াই। আমার ছেলে যদি আবার সুযোগ পায়, তাহলে নিশ্চয়ই ও ইউক্রেনে পড়াশোনা করতে যাবে’।