মিড ডে মিলের খাবার নিয়ে বিতর্ক নতুন নয়। কিছুদিন আগেই তামিলনাড়ুর সরকারি স্কুলে মিড ডে মিলে পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ডিমের মধ্যে পোকার ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার তাকেও ছাপিয়ে গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকারি স্কুল। সে রাজ্যে মিড ডে মিলের খাবারে মিলল টিকিটিকি। যা খেয়ে অসুস্থ প্রায় ৬০ পড়ুয়া।
মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার সামনাপুরের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, মিড-ডে মিলের খাবার খেয়ে ক্লাসে এসে বসেছিল পড়ুয়ারা। তারপর খানিকক্ষণ যেতে না যেতেই অসুস্থ হতে শুরু করে একে একে। কারও বমি, কারও পেটের সমস্যা। ঘণ্টা খানেকের মধ্যে সংখ্যাটা পৌঁছে যায় ষাটের কাছাকাছি। যে ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের শিক্ষা মহলে।
স্কুলের তরফে বলা হয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তেমন ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে রয়েছে। এক পড়ুয়া সংবাদমাধ্যমে জানিয়েছে, মিড ডে মিলের ডালে মরা টিকটিকি ভাসতে দেখেছিল সে। অনেকের অনুমাণ, ওই টিকটিকিটিকে ফেলে দিয়ে ডাল খাওয়ানো হয়েছিল। যার ফলে বিষক্রিয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।