রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে নরেন্দ্র মোদী সরকারকে নতুন করে বাজেটের অঙ্ক কষতে হবে বলে মত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের।
দু’মাস আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের আগে আর্থিক সমীক্ষায় পূর্বাভাস করা হয়েছিল, আগামী আর্থিক বছর, ২০২২-২৩-এ আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশ ছোঁবে। তার আগে সরকারের পূর্বাভাসে ৯ থেকে ৯.৫ শতাংশ বৃদ্ধিরও পূর্বাভাস করা হয়েছিল।
এদিন রাজ্যসভায় অর্থ বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস নেতা চিদম্বরম বলেন, ‘আমি সরকারকে সতর্ক করছি, ৮, ৯ বা ৯.৫ শতাংশ বৃদ্ধি হবে না। গোটা বিশ্বে টালমাটাল চলছে। আইএমএফ সব দেশের আর্থিক বৃদ্ধি সম্পর্কেই পূর্বাভাস শুধরে ০.৫ থেকে ২ শতাংশ কমিয়ে দিচ্ছে। আমাদের আর্থিক বৃদ্ধি কম হবে। কিন্তু সেই কম মাত্রার আর্থিক বৃদ্ধির লক্ষ্যও ছোঁয়া দরকার।’
বাজেটে অর্থমন্ত্রী বলেছিলেন, আর্থিক বৃদ্ধিতে গতি আনতে তিনি বিপুল পরিমাণে খরচ করছেন। আজ চিদম্বরম একদিকে পরিকাঠামোয় খরচের বহরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বেসরকারি লগ্নিকারীদের উপরে সরকার আস্থা হারিয়েছে, না কি বেসরকারি লগ্নিকারীরা ভারতে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।