পয়লা বৈশাখই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল টিম। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নামেই ময়দানে নামবে তারা। ওই দিন থেকে বারপুজো করে শুরু হবে অনুশীলন।
কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছিল দলটি। এমপি কাপে খেলতে গিয়ে ডায়মন্ড হারবার ক্লাব আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিল। তখনই ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের একটি দলকে কলকাতা লিগে খেলাবেন তিনি।
সেই উদ্যোগেরই অন্যতম আকর্ষণীয় পর্ব এটি। ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক নিজে। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ কৃষ্ণেন্দু রায়। একটি টুইটার হ্যান্ডেলও তৈরি হয়েছে ক্লাবের। সেখানে এই চমকের ইঙ্গিত দিয়ে সম্প্রতি একটি টুইটও করা হয়।
আইএফএ সূত্রের খবর, রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে অভিষেকেরও এ বিষয়ে কথা হয়েছে। লিগ খেলতে চাওয়ার আবেদন আগেই জমা দেওয়া হয়েছে। তাদের অনুমতি পাওয়াটাই এখন সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, কোচ হিসাবে নিযুক্ত হয়েই ফুটবলার বাছাইয়ে পুরোদস্তুর নেমে পড়েছেন ময়দানের প্রাক্তনী কৃষ্ণেন্দু রায়।