আট থেকে আশি সবার কাছেই চিড়িয়াখানা এক পছন্দের জায়গা। শীতের দুপুরে ঘুরতে ঘুরতে প্রায়ই চলে যাওয়া হয়। বিশেষত বাড়ির খুদে সদস্যদের নিয়ে। পশু-পাখি দেখে তাদের আনন্দই বাবা-মায়েদের কাছে বাড়তি পাওনা। বাবা-মায়েদের সঙ্গে এমন অনেক দুগ্ধপোষ্য শিশুও আসে। কিন্তু, খিদে পেলে তাদের সামলাতে হিমশিম খেতে হয় বাবা-মায়েদের।
মায়েদের জনসমক্ষে সন্তানের ক্ষুধা নিবারণ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়! এই সমস্যা সমাধানের জন্য এবার এগিয়ে এলে রাজ্য বন দফতর। আলিপুর চিড়িয়াখানায় এবার তৈরি করা হল ‘চাইল্ড কেয়ার সেন্টার’। যেখানে নিঃসংশয়ে নিঃসংকোচে শিশুকে দুগ্ধপান করাতে পারবেন মায়েরা।
শুধু তাই নয় আগামী দিনে চিড়িয়াখানায় তৈরি হবে ফুড কোর্টও! রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ‘চাইল্ড কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে এসেছে এই কথাই জানালেন। চাইল্ড কেয়ার সেন্টার এর আগে সাফারি পার্কে চালু করা হয়েছিল। এবার আলিপুরে। বনমন্ত্রী জানান, ভবিষ্যতে সব চিড়িয়াখানাতেই এই ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে জ্যোতিপ্রিয় মল্লিক জানান যে, চিড়িয়াখানাকে আরও আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি, আলিপুর চিড়িয়াখানাতে পর্যটকদের সাফারির জন্য একটি অত্যাধুনিক গাড়িও চালু করা হয়েছে। এইখানেই তৈরি হচ্ছে আধুনিক ধাঁচে একটি ফুড কোর্টও।
চিড়িয়াখানার শিম্পাঞ্জি থাকার জায়গার পাশেই এই সেন্টার তৈরি করা হয়েছে। বর্তমানে চারজন মা তাঁদের শিশুকে নিয়ে এর ভেতরে বসতে পারবেন। বিশ্রাম নেওয়ার জন্যও বাচ্চাদের নিয়ে এই ঘরে আশ্রয় নিতে পারেন অভিভাবকরা। বর্তমানে একটি সেন্টার চালু করা হয়েছে। তবে ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে খবর, চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে।