ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের লিটার পিছু দাম বাড়ল ৩৫ পয়সা। সেই সঙ্গে প্রতি লিটার ডিজেলের দামও বেড়েছে ৩৫ পয়সা। সোমবার সকাল থেকে এই পরিবর্তিত মূল্য কার্যকর হবে। বর্তমানে পেট্রোলের বর্তমান লিটার পিছু দাম ১০৮ টাকা ৮৫ পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম ৯৩ টাকা ৯২ পয়সা। এই নিয়ে গত সাত দিনে ছয়বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।
বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিরোধীদের এই ধরনের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বিলের উপর বিতর্কের সময় বলেন, ‘বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধের পরিস্থিতির কারণে দাম বাড়ছে এবং এর সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই’।
এর আগে যখন পেট্রোপণ্য়ের লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছিল গত বছর, তখনও এর খেসারত দিতে হয়েছে আম জনতাকে। রাজ্যের বাস পরিষেবা বিঘ্নিত হয়েছিল। এখনও সেই সমস্যা পুরোপুরি কাটেনি। ট্যাক্সিচালকরা যে যাঁর মতো দর হাঁকাচ্ছিলেন। অ্যাপ ক্যাব বুক করতে গিয়েই ভোগান্তির শেষ ছিল না আমজনতার। শুধু পরিবহন ক্ষেত্রেই সমস্যা নয়, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রেও দাম হু হু করে বেড়ে গিয়েছিল।