উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী। এই মুহূর্তেও ছাত্র আন্দোলনে উত্তাল কবিগুরুর স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়। যার ফলে অব্যাহত অচলাবস্থা। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে কেন্দ্রকে অবিলম্বে ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠানোর আবেদন করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার। সংসদে এ নিয়ে সরব হয়েছেন তিনি। রাজ্যসভায় ‘বিশেষ উল্লেখ’ পর্বে জহরবাবু বলেন, শান্তিনিকেতনে বিশ্বকবির বিদ্যালয়ে অচলাবস্থা কাটছেই না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরাও ইস্তফা দিয়েছেন। ছাত্রছাত্রীদের দাবি, হস্টেল খোলা হোক। বাকি থাকা পরীক্ষা হোক অনলাইনে। সব মিলিয়ে অচলাবস্থা চলছে। তাই অবিলম্বে শিক্ষামন্ত্রক হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করুক। দাবি তৃণমূল সাংসদের।
