চলতি সপ্তাহেই সবুজ পাঞ্জাবি, চোখে সানগ্লাস পরে আসানসোলের পথে হুডখোলা গাড়িতে মিছিল করে মনোনয়ন পেশ করেছিলেন তিনি। এবার আসানসোলে লোকসভা উপনির্বাচনের প্রচারে রোড-শো করলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন রোড-শো করে বার্নপুর পরিক্রমা করলেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও দুর্গাপুরের পূর্ব বিধায়ক প্রদীপ মজুমদার।
প্রসঙ্গত, আগামী ১২ এপ্রিল উপনির্বাচন হবে আসানসোল লোকসভা কেন্দ্রে। এবার তৃণমূল প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। কর্মিসভা, জনসভার মাধ্যমে এলাকায় প্রচার শুরু করে দিয়েছিলেন আগেই। বার্নপুরে এবার রোড-শো করলেন তৃণমূল প্রার্থী। এদিন হুড খোলা জিপে চেপে গোটা বার্নপুর শহর পরিক্রমা করেন শত্রুঘ্ন সিনহা। সঙ্গে ছিলেন স্ত্রীও। অন্য একটি জিপে ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও দুর্গাপুর পূর্বে বিধায়ক প্রদীপ মজুমদার। এই রোড-শোকে কেন্দ্র তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
