বালিগঞ্জের আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র নির্বাচনী প্রচারের দায়িত্বে রয়েছেন তিনি। যার জন্য ইতিমধ্যে তিনটি জনসভাও করেছেন। তবে এরই মধ্যে বুকে গুরুতর সংক্রমণ নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বুকে ‘প্যাচ’ রয়েছে। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে কলকাতা পুরসভার মেয়র পারিষদকে।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ দোল উৎসবে শান্তিনিকেতন গিয়েছিলেন দেবাশিস কুমার। সেদিনই সর্দি-কাশি ও জ্বর হয় তাঁর। ফিরে এসেও তা সারেনি। বরং গত রবিবার জ্বর আরও বাড়ে। সেই কারণে পরিবার তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। সেই মতো কোভিড টেস্ট করান তিনি। যদিও রিপোর্ট নেগেটিভই আসে। তবে এরপরও জ্বর কমছিল না তাঁর। তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কোনও ঝুঁকি না নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দেবাশিস কুমার।
জানা গিয়েছে, সংক্রমণের জন্য তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ওষুধে ওই সংক্রমণ কমছে কি না, তা দেখা হবে। ওষুধের প্রভাব ইতিবাচক না হলে বিধায়কের চিকিৎসায় অন্য কোনও পন্থা অবলম্বন করতে হবে কি না, তার সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণের কারণে হাসপাতালে তাঁর কেবিনে প্রবেশের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফোনে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।