রাজ্যশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে একাধিক কঠোর পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।এবার বিধায়কদের মাসিক ভাতায় (পেনশন) বড় ধরনের রদবদল করলেন। বিধায়ক একাধিকবার হলেও পেনশন পাবেন মাত্র একবার। কী কারণে এই সিদ্ধান্ত তা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে। ডিগ্রি পাওয়া ছেলে-মেয়েরা ঘরে বসে রয়েছে। এর আগে রাজ্যে যারা ক্ষমতায় ছিল, তাদের কাছে বেকার যুবকেরা চাকরির দাবি করায় তাদের লাঠি পেটা করা হয়েছে। তারা তো বটেই, তাদের পরিবার অর্থসংকটে ভুগছে। এই অবস্থায় রাজ্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিধায়ক হাত জোড় করে ভোট প্রার্থনা করেন। কোনও কোনও বিধায়ক চারবার জয়ী হয়েছেন। কোনও কোনও বিধায়ক ছ বার জয়ী হয়েছেন। কেউ আবার হেরেও গিয়েছেন। কিন্তু প্রত্যেকেই লাখ টাকার ওপর মাসিক ভাতা পেয়ে থাকেন। কেউ পান মাসে পাঁচ লক্ষ টাকা, কেউ পান মাসে চার লক্ষ টাকা। এমন অনেকে আছেন যারা প্রথমে সাংসদ ছিলেন। পরে সাংসদ পদে ইস্তফা দিয়ে বিধায়ক হয়েছেন।তারা আবার দুটো সুবিধেই ভোগ করেন। এই নিয়ম আর চলতে দেওয়া যায় না। তাই, পঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে একজন যতবার বিধায়ক হোন না কেন, পেনসন তিনি একবারই পাবেন। এর ফলে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। ওই টাকা জনকল্যাণের স্বার্থে কাজে লাগানো হবে।’
উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী পদে দায়ীত্বভার গ্রহণের পরে পরেই ভগবৎ মান জানিয়েছিলেন তাঁর সরকার রাজ্য তথা রাজ্যবাসীর স্বার্থে বেশ কিছু কঠোর পদক্ষেপ করবে। সেটা যে নিছক মুখের কথা নয়, তা প্রমাণ হয়ে গেল।