কদিন আগে সম্পন্ন হয়েছে কোচবিহার পুরসভা নির্বাচন। চেয়ারম্যানের আসনে বসার পরেই কোচবিহার শহরের জঞ্জাল অপসারণের উপর জোর দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। এর জন্য এলাকা পরিদর্শনের কাজও তিনি শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলছেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কোচবিহার শহরের ১৪ নম্বর ওয়ার্ডে ও গুড়িহাটি-২ অঞ্চলে পুরসভার ডাম্পিংগ্রাউন্ড পরিদর্শন করেন তিনি। রবিবাবু বলেন, নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি যত্রতত্র জঞ্জাল ফেলবেন না। ড্রেনে প্লাস্টিক, আবর্জনা ফেলে তা বন্ধ করবেন না। আগামী দিনে পুরসভা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের বিষয়েও উদ্যোগ নেবে বলে জানা গিয়েছে।
