মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও একটি পালক। রাজ্যের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং নদিয়াকে যক্ষামুক্ত জেলা হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পূর্ব মেদিনীপুর পাচ্ছে স্বর্ণপদক, আর নদিয়া পাচ্ছে ব্রোঞ্জ মেডেল।
রাজ্য সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া যক্ষামুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে আইসিএমআর এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব রিসার্চ ইন টিউবারকুলোসিসের তরফ থেকে পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় একটি সমীক্ষা করা হয়েছিল।
তার মধ্যে ছিল ওই সময়ের মধ্যে দুই জেলায় কতজন যক্ষায় আক্রান্ত হয়েছিলেন, যক্ষায় আক্রান্তের হার শতাংশের হিসেবে কত। সমীক্ষা রিপোর্ট বলছে, পূর্ব মেদিনীপুরে ২০১৫ সালের তুলনায় যক্ষায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে ৬০ শতাংশ। একই সময়ে নদিয়ায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে ২০ শতাংশ। সেই হিসেবে পূর্ব মেদিনীপুর পেতে চলেছে গোল্ড মেডেল অন্যদিকে, নদিয়া পেতে চলেছে ব্রোঞ্জ মেডেল।
সমীক্ষায় এই দুই সংস্থা ছাড়াও অংশগ্রহণ করে ন্যাশনাল এপিডেমিওলজি অপ চেন্নাই এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতীয় শাখা। ২০২২-য়ের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে হয়েছিল ওই সমীক্ষা। সমীক্ষায় কয়েটকি বিষযের ওপর গুরুত্ব দেওয়া হয়।