গুজরাতে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের কংগ্রেসের ঘর ভাঙতে সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠল শাসক বিজেপির বিরুদ্ধে। অন্তত ১০ জন কংগ্রেস বিধায়ককে ‘টোপ’ দিয়েছে তারা। অভিযোগ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর অন্যতম উপদেষ্টা সান্যম লোঢা। বিষয়টি তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং গুজরাতের কংগ্রেস প্রধান রঘু শর্মাকে জানিয়েছেন বলে দাবি করেছেন সান্যম।
টুইটারে বিষয়টি পোস্ট করে সেখানে রঘু শর্মার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে ‘ট্যাগ’ করে সান্যম লিখেছেন, ‘গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের ১০ জন বিধায়ককে লোভ দেখাচ্ছে বিজেপি! সতর্ক হোন।’ টুইটারে এমন পোস্ট করার পাশাপাশিই সান্যমের অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব সক্রিয় না হলে এটা ঠেকানো সম্ভব নয়। বিজেপি-বিরোধী হিসেবেই এটা ঠেকানো দরকার। এবং সে কারণেই তিনি সতর্ক করছেন। রাজ্য বিজেপি সূত্রে এই খবর নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি।
রাজস্থানের সিরোহির নির্দল বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর অন্যতম উপদেষ্টা সান্যমের অভিযোগ, তিনি দিন কুড়ি আগে এই বিষয়টি গুজরাতের প্রদেশ কংগ্রেস সভাপতি রঘু শর্মাকে জানালেও তিনি সক্রিয় হননি। এই মুহূর্তে গুজরাতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৬৫। তাদের মধ্যে ১০ জনকে ভাঙিয়ে নিতে ‘টোপ’ দিয়েছে বিজেপি। নিজস্ব সূত্রে তিনি খবরটি পেয়েছেন বলে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন।