এ যেন হারার আগেই হার স্বীকার। হ্যাঁ, কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা করলেও এবার নিজেরাই আদালতে সেই মামলার শুনানির দিন পিছনোর আবেদন জানাল বিজেপি। সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে। বিজেপিকে হলফনামা দিতে বলা হয়েছিল। কিন্তু এদিনের শুনানিতে গেরুয়া শিবিরের আইনজীবী জানান, আরও দুদিন সময় দিলে ভাল হয়। বিজেপির আবেদন মঞ্জুর করে আগামী পরশুদিন অর্থাৎ বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।
প্রসঙ্গত, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন নিয়ে প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে যায় বিজেপি। শীর্ষ আদালত বলে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত যেন দ্রুত নেওয়া হয়। গত মাসেই মামলার নিষ্পত্তি করে বিমানবাবু জানান, মুকুলবাবু বিজেপিরই বিধায়ক। তিনি যে অন্যদলে যোগ দিয়েছেন এমন কোনও প্রামাণ্য নথি পেশ করা হয়নি। তাই তাঁর বিধায়ক পদ খারিজের কোনও প্রশ্ন নেই। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে জানিয়ে দেয়, যা বলার কলকাতা হাইকোর্টে গিয়েই বলতে হবে। কিন্তু এবার নির্দিষ্ট দিনে হলফনামাই পেশ করতে পারল না রাজ্যের বিরোধী দল। মামলা পিছনোর আবেদন জানাতে হল তাদের।
