আসানসোলে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়বেন তিনি। আসনসোলের প্রার্থী হওয়ার জন্য অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিলেন বাবুল সুপ্রিয়। তিনি বললেন, ‘আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। তবে শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে৷’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরপরই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সুর চড়িয়ে একসময়ের তাঁর রাজনৈতিক সতীর্থ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেছিলেন, ‘ক্ষমতার লোভে তৃণমূলে যোগ দিয়ে বাবুল রাজনৈতিকভাবে ভুল পদক্ষেপ করেছেন। যদি সব সময় একজনকেই মন্ত্রী করা হয়, তাহলে অন্যরা সুযোগ কীভাবে পাবেন’?
এদিন বাবুলের মন্তব্য তারই পাল্টা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে জবাব দিতে ছাড়েননি অগ্নিমিত্রাও। তাঁর কথায়, ‘আমার রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয়কে দেখে নয়, নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে। বাবুল সুপ্রিয় ভালো বন্ধু হতে পারেন। তবে রাজনীতিতে ও এখন আমার শত্রু। নরেন্দ্র মোদীই আমার অনুপ্রেরণা। ওঁর জন্যই বিজেপিতে যোগ দিয়েছি’।
অগ্নিমিত্রা আরও বলেন, ‘ভোট-পরবর্তী হিংসার জবাব এবং তৃণমূলের বহিরাগত প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে যে আসানসোলবাসী মেনে নেবে না’। পাল্টা বাবুল সুপ্রিয় বলছেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে ফের মুখিয়ে রয়েছে জনগণ। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা। বাংলা তথা গোটা ভারতের আজ প্রধান মুখ মমতাদি। আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন৷