বাঙালি বিশ্বাসঘাতক! বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের৷ দলবদলু গায়ক বাবুল সুপ্রিয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শনিবারের সকালে বাঙালির বিশ্বাসকেই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন দিলীপ৷
আগামী ১২ এপ্রিল উপ নির্বাচন রয়েছে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র অভিযোগ, বিজেপি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ শনিবাসরীয় সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বাবুলের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ টেনেই বলেন, ‘যিনি জীবনে সাত বছর রাজনীতি করেছেন এবং সাত বছরই মন্ত্রী ছিলেন। তিনি বাঙালির নাক কান কেটে দিয়েছেন। বাঙালি দাগাবাজ, এটা উনি প্রমাণ করেছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিস্কার।
খানিক থেমে এই প্রসঙ্গে বাবুলের উত্তরসুরী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে এনেছেন৷ দাবি করেছেন, ‘এর আগে অটলবিহারী বাজপেয়ী মমতাকে বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদীজি বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল দাগা দিয়েছেন।’ দাবি করেছেন, ‘বাঙালির মানসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য বাবুলের ক্ষমা চাওয়া উচিৎ।’ পাল্টা হিসেবে বাবুলের অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷’
