উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী। এবার যেমন দীর্ঘদিনের রীতি ভেঙে বন্ধ বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব। আর তাতেই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। বসন্তোৎসব বন্ধ প্রসঙ্গেই এবার বিশ্বভারতীর উপাচার্যকে একহাত নিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
দোলের সময় তারাপীঠে পুজো দিতে গিয়েছেন শোভনদেব। আর সেখানে গিয়েই জানতে পারেন চলতি বছর বিশ্বভারতীতে বন্ধ বসন্ত উৎসব। তাতেই বেজায় চটেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘তারাপীঠে আসার পরই শুনলাই বিশ্বভারতীতে বন্ধ বসন্ত উৎসব। আমি শুনলাম উপাচার্য বীরভূমের বাসিন্দা। বীরভূমের মানুষ হয়ে বীরভূম তথা গোটা বাংলার ঐতিহ্য, আকর্ষণকে বন্ধ করে দিয়ে নিজের জেদকে লাগু করছেন তা নয়। হাজার হাজার মানুষের জীবিকা বন্ধ করে দিয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের।’
