ফের বিরোধী শিবিরে ভাঙন ধরাল শাসকদল তৃণমূল। বৃহস্পতিবার আসানসোলের খান্দরায় সিপিএম-বিজেপি ছেড়ে প্রায় ৭০টি পরিবার যোগ দিলো ঘাসফুল শিবিরে। উপনির্বাচনের আগে এই যোগদান সেই এলাকায় দলকে আরও শক্তিশালী করবে বলে দাবি স্থানীয় তৃণমূলের।
খান্দরা পঞ্চায়েতের নাগ কাজোরা কোলিয়ারি কালী মন্দির এলাকায় যুব তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন হয়। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালবরণ মণ্ডল, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মণ্ডল, খান্দরা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী-সহ আরও অনেকে। সেখানেই সিপিএম-বিজেপি ছেড়ে প্রায় ৭০টি পরিবার তৃণমূলে যোগ দেন বলে খবর।
যোগদান পর্ব শেষে গণেশ বাদ্যকর জানান, ‘যারা অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে, তারা স্থানীয় নাক কাজোরা কোলিয়ারি, বাউরীপাড়া, জলঘর পাড়া এলাকার বাসিন্দা’। সিপিএম ছেড়ে তৃণমূলে আসা কয়েকজন জানালেন, ‘এতদিন আমরা বাম যুব সংগঠন ডিওয়াইএফআই করতাম। কিন্তু দল এখন কোনও যোগাযোগ রাখে না। অসময়ে পাশে থাকে তৃণমূলই। তাই তৃণমূলে সরাসরি যোগদান করলাম’।