রাত পোহালেই দোল। রঙের উৎসবে সামিল হবেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, সকলেই। তার আগে বৃহস্পতিবার বিধানসভায় ফুরফুরে মেজাজ।
অধিবেশন চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে একটি গান শোনাতে অনুরোধ করেন। সভাকক্ষে অদিতি গেয়েছেন দোলযাত্রার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘ওরে গৃহবাসী’। তাঁর সঙ্গে গলা মেলান উপস্থিত আরও অনেকে।
এদিন বিধানসভায় অদিতি যখন গাইছিলেন তখন বিজেপির কেউ সেখানে ছিলেন না। তাঁরা আগেই চলে গিয়েছিলেন। উপস্থিত শাসকদলের বিধায়করা অদিতির সঙ্গে গলা মেলান। গানের মাধ্যমেই সকলকে দোলপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন অদিতি মুন্সি।
তৃণমূলের শিল্পী বিধায়ক অদিতি রাজনীতিতে পা রেখেছেন একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে। তাঁকে রাজারহাট থেকে ভোটের টিকিট দেওয়া হয়েছিল। শাসকদলের একাধিক অনুষ্ঠানে অদিতিকে গান গাইতে শোনা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় প্রচারেও গেয়েছেন অদিতি। বিধানসভাতেও শোনা গেল তাঁর মিষ্টি গলার রবীন্দ্রসঙ্গীত।