উপনির্বাচনের কারণে ফের বদল করতে হল উচ্চ মাধ্যমিকের রুটিন। কবে কোন পরীক্ষা হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২ এপ্রিল উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে। দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ৪ তারিখ। ৫ তারিখ হবে ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। এরপর আবার পরীক্ষা হবে ১৬ এপ্রিল।
জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত জয়েন্টের প্রথম রুটিনেও উচ্চমাধ্যমিকের সঙ্গে এক দিনে পরেছিল বেশ কয়েকটি পরীক্ষার দিন। তারপরে একবার রুটিন বদলেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার পর হঠাৎই কেন্দ্রীয় সংস্থাটি জয়েন্টের পরীক্ষা পিছিয়ে দেয়। ফলে উচ্চ মাধ্যমিকের নতুন রুটিনে ২৫ এপ্রিল যে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট-এর পরীক্ষা ছিল, তার পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। প্রশ্ন ওঠে তবে কি উচ্চ মাধ্যমিকের রুটিন আবার বদলাতে হবে? এর মধ্যেই ঘোষণা হয় উপ নির্বাচনের। তাঁর জেরে ফের বদল হল সময়সূচির।
উচ্চ মাধ্যমিকের সময়সূচি বারবার বদলানোর জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখে নির্বাচন করানোর আগে পরীক্ষার সময়সূচি দেখে নেওয়া উচিত ছিল কমিশনের।