বিধানসভায় ফের ‘বঙ্গভঙ্গ’ প্রসঙ্গ। পাহাড় ভাগ নিয়ে নিজের দাবির পক্ষে ফের সওয়াল করলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
এদিন তিনি বলেন, ‘কাল যা বলেছি, তা আপনাদের খারাপ লেগেছে। কিন্তু বিভাজন আমরা চাইছি না, আপনারা চাইছেন। রবীন্দ্র জয়ন্তী পাহাড়ে পালন হয়। কিন্তু ভানু জয়ন্তীতে রাজ্যে ছুটি ঘোষণা হয় না। শুধু পাহাড়ের জন্য ছুটি হয় কেন’?
বৃহস্পতিবার বাজেট নিয়ে আলোচনার সময় এভাবেই ‘বঙ্গভঙ্গ’ সাফাই দিলেন কার্শিয়ঙের বিধায়ক। বিষ্ণুপ্রসাদের এই ‘বঙ্গভঙ্গ’ দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিষ্ণুপ্রসাদের গতকালকের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘আপনি পাহাড় নিয়ে যা বলেছেন তা ভালো লাগেনি। খারাপ লেগেছে। পাহাড় কোনওদিন আলাদা হবে না’। কটাক্ষ করেন, ‘পাহাড়ের কথা ওরা এত বলেন, আমাদের মুখ্যমন্ত্রী এতবার পাহাড়ে গিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কতবার গিয়েছেন’?
এরপরই বেরিয়ে যান বিষ্ণুপ্রসাদ শর্মা সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক। যদিও সরকারিভাবে ওয়াকআউট করেনি বিজেপি। বিষ্ণুপ্রসাদ শর্মা সহ অন্য বিজেপি বিধায়কদের এইভাবে কক্ষ ছেড়ে যাওয়ার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেন স্পিকার। তিনি বলেন, ‘বিরোধী দলের যাঁরা বেরিয়ে গেলেন, এটা অশালীন, অসহনশীল। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আশা করি, আগামীদিনে তাঁরা এটা করবেন না’।