২৪ জুলাই শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই রাষ্ট্রপতি ভোট হওয়ার কথা আর সেখানেই বিজেপিকে বিপাকে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেছেন যে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির সাম্প্রতিক জয় সত্ত্বেও, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করা দলের পক্ষে সহজ হবে না কারণ সারা দেশে মোট বিধায়ক সংখ্যার অর্ধেকও নেই। এই তথ্য সামনে এনে বিকল্প জোটের ইঙ্গিত দিলেন তৃণমূলনেত্রী।
তিনি বলেছেন, এত আনন্দ করে লাভ নেই। সামনে রাষ্ট্রপতি ভোট আসছে, বুঝতে পারবেন। আমাদের সহযোগিতা না করলে বৈতরণী পার হতে পারবেন না। বিরোধীরা একজোট হলে বিজেপি হেরে যাবে। ২৪ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। তিনি থাকবেন, না কি অন্য কাউকে বিজেপি প্রার্থী করবে তা স্পষ্ট না হলেও মমতার বক্তব্য এদিন ইঙ্গিতবাহী। মনে করা হচ্ছে, এই ভোটকে সামনে রেখেই ২০২৪-এর সলতে পাকানো শুরু করতে পারে বিরোধী শিবির। তৃণমূলের পক্ষে প্রায় ২২০ বিধায়ক ও ৩৫-এর বেশি সাংসদ রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি বিধায়করাও ভোট দেন।
বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট পেশ করতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বিরোধীদের জবাব দেন মমতা। উত্তরপ্রদেশে বিজেপি জেতার পর বিধানসভা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বিজেপি বিধায়করা। মমতা এদিন বলেন, বিজেপি ম্যানুপুলেশন করে জিতেছে। তা সত্ত্বেও ৭০টি আসন বেশি পেয়েছে অখিলেশ । বিজেপির কমেছে ৫৪টি। ভোটও বেড়েছে অখিলেশের। রাজ্যের পুরভোটে ছাপ্পার অভিযোগ উড়িয়ে মমতার ব্যাখ্যা, বিজেপি শাসিত রাজ্যেও স্থানীয় ভোটে ৯০ শতাংশের বেশি আসন পেয়েছে বিজেপি। তাহলে সেগুলোও ছাপ্পা?
