রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ বাঁচিয়ে ঘরে ফিরে এসেছেন ইউক্রেনে পড়তে যাওয়া বাংলার ছাত্রছাত্রীরা। এদিন তাঁদের সঙ্গেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যেই তাঁদের পড়াশোনার বন্দোবস্ত হবে, আশ্বাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিদেশ বিভুঁই থেকে ফিরে আসা পড়ুয়ারা পেয়েছেন মুখ্যমন্ত্রীর বিশেষ উপহার।
এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে ইউক্রেন ফেরত পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে একটা করে লেদারের ব্যাগ। প্রত্যেক ছাত্রছাত্রী ব্যাগের মধ্যে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি করে কবিতার বই। মুখ্যমন্ত্রীর লেখা ‘কবিতাবিতান’ বইটি উপহার হিসেবে দেওয়া হয়েছে তাঁদের সকলকে। শুধু তাই নয়, ওই ব্যাগে ছিল একটি করে নোটবুক, পেন ও খাবার। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।
কবিতা লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পারদর্শিতা কারও অজানা নয়। এবারের বইমেলাতেও তাঁর একাধিক বই মুক্তি পেয়েছে। তাঁর বইয়ের স্টলে ভিড়ও কম ছিল না। ইউক্রেন ফেরত পড়ুয়াদেরও নিজের লেখা বই উপহার দিলেন মমতা।