গত মঙ্গলবারই ছিল আন্তর্জাতিক নারী দিবস। নারীমুক্তির স্লোগান, ছবির রমরমা দেখা যাচ্ছিল নেটমাধ্যমগুলিতে। তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বেরিয়ে এল ভয়াবহ পুরুষতান্ত্রিকতা। তাও আবার খাস বিধানসভায়। গর্বে বুক ফুলিয়ে মন্ত্রী বললেন, “রাজস্থান পুরুষের রাজ্য, তাই ধর্ষণে এক নম্বর!” মন্ত্রীর মন্তব্য নিয়ে নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে ইতিমধ্যেই।।বুধবার রাজস্থানের বিধানসভা অধিবেশন চলছিল। সভায় বলতে ওঠেন অশোক গহলৌত মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা পরিষদীয় মন্ত্রী শান্তি ধারিওয়াল।
মন্ত্রীমশাই বলেন, “আমরা ধর্ষণের মামলায় এক নম্বরে। এতে কোনও সন্দেহই নেই। কেন আমরা ধর্ষণে এগিয়ে? কারণ, রাজস্থান পুরুষের রাজ্য (মর্দো কা প্রদেশ)।” ভিডিওয় দেখা যাচ্ছে মন্ত্রীর মন্তব্য শুনে হেসে গড়িয়ে পড়ছেন কেউ কেউ। বিধানসভায় দাঁড়িয়ে এক জন নির্বাচিত জনপ্রতিনিধির এই মন্তব্যের প্রেক্ষিতে নিন্দা, সমালোচনার ঝড় উঠেছে।