শহরে আবাসন তৈরি করতে গেলে পেপারস ওয়ার্কেই অর্ধেক সময় চলে যায় বলে আকচারই অভিযোগ ওঠে। আবার পুরসভার অভিযোগ বেআইনি নির্মাণ হচ্ছে এই আবাসন নির্মাণের মাধ্যমে। এই পরিস্থিতিতে এবার ‘এক জানালা’ ব্যবস্থা শুরু করতে চলেছে কলকাতা পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দফতর।
নির্মাণকারী সংস্থা সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘এই ‘এক জানালা’ ব্যবস্থার মধ্যে আবেদন করলে ১৫ দিনের মধ্যে সব কাগজপত্র খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্র ত্রুটিপূর্ণ থাকে তাহলে সেটি ও আবেদনকারীকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ‘এক জানালা’ ব্যবস্থার মধ্যে থাকবে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ, ভূমি দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, দমকল-সহ একাধিক দফতর।
কিছুদিন আগে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এবং পুলিশের ওপর দোষারোপ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তখনই বোঝা গিয়েছিল, কিছু একটা হতে চলেছে। আর এবার প্রকাশ্যে এই এক জানালা ব্যবস্থার কথা জানিয়ে দিলেন তিনি। নির্মাণ কাজে কলকাতা পুরসভার যাতে কোনও গাফিলতি না থাকে এবং প্রোমোটাররা যাতে বেআইনি কাজ করতে না পারেন তার জন্যই এই এক জানালা ব্যবস্থা করা হল।