ফলপ্রকাশের শুরু থেকেই বিজেপি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে সমাজবাদী পার্টি। একদম প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি বেশ কিছুটা এগিয়ে থাকলেও কড়া টক্কর দিচ্ছে অখিলেশ যাদবের পার্টি।
উত্তরপ্রদেশে ইতিমধ্যে বিজেপি এগিয়ে আছে ১৫০টিরও বেশি আসনে। অপরদিকে ৯৩টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। বিএসপি এগিয়ে ৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৪টি আসনে। পোস্টাল ব্যালট গণনায় গোরক্ষপুরে এগিয়ে গিয়েছেন যোগী আদিত্যনাথ। এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও। তবে, সময় যত এগোচ্ছে, ততই ব্যবধান কমাচ্ছে সমাজবাদী পার্টি। এগিয়ে রয়েছেন বিজেপি থেকে সমাজবাদী পার্টিতে আসা স্বামীপ্রসাদ মৌর্য, আজম খানের মতো মুখ।
বুথফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সংস্থাই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে এগিয়ে রেখেছে। যদিও একেকটি সংস্থার বিচারে প্রাপ্ত আসনের সংখ্যা একেক রকমের। যদিও বুথফেরত সমীক্ষার ফলাফল সবসময় আসল ফলের সঙ্গে মেলে না। অতীতেও এমন অনেক সমীক্ষার ফল আসল ফলের সম্পূর্ণ বিপরীতে গিয়েছে। অনেক ক্ষেত্রে পুরো উল্টেও গিয়েছে।
২০১৭-র বিধানসভা ভোটে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩২৫টি আসন পেয়েছিল বিজেপি জোট (বিজেপি একাই পেয়েছিল ৩১২)। জোট গড়ে লড়ে সমাজবাদী পার্টি (এসপি) ৪৭ এবং কংগ্রেস ৭টিতে জিতেছিল। মায়াবতীর বিএসপি জিতেছিল ১৯টিতে। ত্রিমুখী লড়াইয়ে সহযোগীদের নিয়ে ৪০ শতাংশের ভোট গিয়েছিল পদ্মশিবিরে। এবারও তিনশোর বেশি আসন পাওয়ার দাবি করছে গেরুয়া শিবির। অপরদিকে, সমাজবাদী পার্টিও।