মিথ্যে প্রমাণিত হল তৃণমূল-আইপ্যাকের সম্পর্কে ফাটলের জল্পনা। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলের শীর্ষ নেতৃত্বের পাশে প্রশান্ত কিশোরের উপস্থিতিতেই স্পষ্ট হয়ে গেল, ‘অল ইজ ওয়েল’।
প্রসঙ্গত, পুরভোটের আগে বঙ্গ রাজনৈতিক ময়দান উত্তাল ছিল পিকে-তৃণমূল বিচ্ছেদের জল্পনায়। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বরাবরই পিকে দাবি করে এসেছেন, বিচ্ছেদের জল্পনা সমস্তই ভুয়ো খবর। এই নিয়ে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, ‘সবই মিডিয়ার তৈরি জল্পনা। ফাটল কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে আমার সম্পর্কে কোনও চিড়ও ধরেনি।’
এখানেই না থেমে সাক্ষাৎকারে আইপ্যাক কর্ণধার আরও বলেছিলেন, ‘দিদির সঙ্গে আমার সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি। বরং খবরগুলি পড়েছি আর হেসেছি। রিপোর্টারদের তো কিছু একটা করতে হবে। তাই মিথ্যে মিথ্যে শিরোনাম তৈরি করে সবই খবর বিক্রির ছক।’ অবশেষে এদিন তৃণমূলের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়দের সঙ্গে পিকের উপস্থিতি বুঝিয়ে দিল এখনও অটুট তৃণমূল-আইপ্যাক সম্পর্ক।