কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না গোয়ায়, এমনই দেখাচ্ছে বুথ ফেরত সমীক্ষা। এরপরই বিজেপি বিরোধী সবদলকে স্বাগত জানাল কংগ্রেস। বিধানসভা ভোটের ফল বেরোনোর ঠিক আগে গোয়ায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডুরাও-এর এই আহ্বান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন মঙ্গলবার রাতেই গোয়া যাচ্ছেন অভিষেক। ফলপ্রকাশ পর্যন্ত দ্বীপ রাজ্যেই থাকবেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা দীনেশ বলেন, ‘যে দলই বিজেপি বিরোধী, আমরা তাদের সঙ্গেই কথা বলতে রাজি। একসঙ্গে পথ চলতেও আপত্তি নেই। আমি এখনই কোনও নির্দিষ্ট দলের নাম বলছি না। যে কোনও দল, যারা বিজেপি-র বিরোধিতা করছে, আমরা তাদের নিয়ে চলতে চাই’।
সঙ্গে দীনেশ আরও যোগ করেন, ‘ভোটের সময় আপ বা তৃণমূল আমাদের সম্পর্কে বিভিন্ন কথা বলেছে। আমরাও বলেছি। সেটা ভোটের সময় হয়েই থাকে। কিন্তু ভোটের পরের ব্যাপারটা আলাদা। আমি শুধু আমাদের কথাই বলতে পারি যে, বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গে যেতে আপত্তি নেই।
সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটের প্রস্তাব দিয়েছিলেন খোদ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে। কিন্তু আলোচনা এগোয়নি। এর পর তৃণমূলের তরফে গোয়ায় বিজেপি-কে হারাতে কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়ে টুইট করা হয়। তেও আগ্রহ দেখায়নি কংগ্রেস। এ বার ভোটের ফল বেরোনোর ঠিক আগে সেই একই কথা কংগ্রেস নেতার মুখে।