দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে সত্যি করে দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। তবে বেশ কিছুদিন ধরেই স্বস্তি দিচ্ছে দেশের কোভিড পরিসংখ্যান। যার ফলে করোনা থেকে মুক্তির পথে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ। মাঝে বুধবার সামান্য উর্ধ্বমুখী হলেও বৃহস্পতিবার থেকেই ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। শনিবারও সেই ধারা বজায় রইল। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়েছেন ৫ হাজার ৯২১ জন।
তবে দৈনিক আক্রান্ত কমলেও ফের বেড়েছে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। এর ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮। এদিকে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫১ জন। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ। অন্যদিকে, গতকালই দেশের অ্যাকটিভ কেস ৭০ হাজারের নীচে নেমে এসেছে। এদিন তা আরও কমেছে। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন রোগী রয়েছেন ৬৩ হাজার ৮৭৮।
