অবশেষে স্বস্তি। ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সাধারণ নাগরিকদের উদ্ধারকার্যের জন্য রাশিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টা) রাশিয়ার তরফে যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানো অনুরোধ করা হচ্ছিল বিগত দিন ধরেই, এবার সেই প্রস্তাবই মেনে নিল রাশিয়া।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের তরফেই যে মানবিক করিডর তৈরির প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল, সেই প্রস্তাব মেনেই সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট। দশম দিনে এসে রাশিয়ার এই সিদান্ত নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে আন্তর্জাতিক মহল। তবে কি ইউরোপের একাধিক দেশে থেকে নিষাধাজ্ঞার চাপেই পিছু পটলেন পুতিন? এমনও মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।
