ওঁকে জন্মের সময় মুখে মধু দেয়নি। এবার ঠিক এই ভাষাতেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল।
চলতি সপ্তাহে উত্তরপ্রদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে শুক্রবার সকালে কড়া মন্তব্য করেন বিজেপি সাংসদ দিলীপ। এবার তারই পালটা দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।
অনুব্রত বলেন, ‘উত্তরপ্রেদেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতেই তাঁকে ভয় পেতে শুরু করেছে বিজেপি। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির সবাই এসে ছিল। কেউ বাদ ছিল না। কেউ বাংলাভাষী ছিল না, সবাই হিন্দিভাষী। অনেক কেন্দ্রীয় মন্ত্রী এসেছিল, আমরা ওই রকম করিনি।’
এরপরই অনুব্রতর কটাক্ষ, ‘বিজেপি দলের মধ্যে শৃঙ্খলা নেই, ওদের কোনও নেতা নেই। না হলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের ভাষা বলতে পারে! দিলীপ ঘোষ যে ভাষাতে কথা বলেছে ওটা লোফারদের মতো। আমার মনে হয় জন্মের সময় ওঁর মুখে কেউ মধু দেয়নি।’