ইউক্রেনে সংঘর্ষ আরও তীব্র হতেই এর প্রভাব পড়ল শেয়ার বাজারে। এদিন দালাল স্ট্রিটে লেনদেন শুরু হওয়ার পরপরই হুহু করে নামতে থাকে সূচক। এদিন সকালে শেয়ার বাজারের লেনদেন শুরু হতেই ১০৫০ পয়েন্ট নেমে সেনসেক্স একসময় গিয়ে ঠেকে ৫৪,০৫২.০৩ পয়েন্টে। নিফটিও ছিল নিম্নমুখী। লেনদেনের প্রথম ঘণ্টাতেই ৩০৪.৪০ পয়েন্ট পতন হয়ে ১৬,১৯৩.৬৫-এ গিয়ে ঠেকে নিফটি।
এদিন সবচেয়ে বেশি পতন হয় নিফটি ব্যাঙ্কে। নিফটি ব্যাঙ্কের সূচক ৬৬৯.৪০ পয়েন্ট পতন হয়। এর জেরে নিফটি ব্যাঙ্ক গিয়ে ঠেকে ৩৪,২৭৪.৯ পয়েন্টে। এদিন সকালের প্রথম ঘণ্টায় সবচেয়ে লাভবান সংস্থা ছিল ইউপিএল। একলাফে ১৬ টাকা ৪০ পয়সা বা ২.৩ শতাংশ বেড়ে ইউপিএলের শেয়ারের দর গিয়ে দাঁড়ায় ৭৩০ টাকা ১৫ পয়সা।
সবচেয়ে বেশি পতন হয় নিফটি অটো সেক্টরে। যুদ্ধের আবহে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সম্মিলিত সূচক ৩৪৬.৪০ পয়েন্ট বা ৩.৩৮ শতাংশ পতন হয় সকালে। এর জেরে নিফটি অটোর সূচক গিয়ে ঠেকে ৯৯১৪.৭০ পয়েন্টে।
আজকে সকালে সবচেয়ে বেশি দাম কমে এশিয়ান পেন্টসের। এদিন এক ধাক্কায় ১৯২ টাকা ৯০ পয়সা বা ৬.৭২ শতাংশ পতন হয় এশিয়ান পেন্টসের শেয়ারের দামে। এদিকে এদিন বাজারের সঙ্গে তাল মিলিয়ে নিম্নমুখী ছিল নিফটি মেটালও।
তবে সব সেক্টরের মধ্যে ধাতুর সম্মিলিত সূচক সবচেয়ে ‘ভালো’ জায়গায় ছিল। সকালে ২১.৫৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ পতন হয় নিফটি মেটালের। এর জেরে নিফটি মেটালের সূচক গিয়ে ঠেকে ৬১৭৭.৭০ পয়েন্টে।
এদিকে এদিন বাজারের সঙ্গে তাল মিলিয়ে নিম্নমুখী ছিল নিফটি মেটালও। তবে সব সেক্টরের মধ্যে ধাতুর সম্মিলিত সূচক সবচেয়ে ‘ভালো’ জায়গায় ছিল। সকালে ২১.৫৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ পতন হয় নিফটি মেটালের। এর জেরে নিফটি মেটালের সূচক গিয়ে ঠেকে ৬১৭৭.৭০ পয়েন্টে।