দিন কয়েক আগেই শিল্প বিকাশ পর্ষদের বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। সেই শিল্প সম্মেলনে আরও বেশি করে দেশ-বিদেশের শিল্পপতিদের আনার উদ্যোগ নিল রাজ্য সরকার।
নবান্নের সভাগৃহে আসন্ন শিল্প সম্মেলন নিয়ে বৈঠক করেন রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিনের বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। কেউ কেউ ছিলেন শরীরে, কেউবা আবার ছিলেন ভার্চুয়ালি।
বাংলার শিল্প সম্মেলনে যোগ দেওয়ার ফলে কী কী ক্ষেত্রে উন্নতি হতে পারে সেইসব বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অর্থ উপদেষ্টা অমিত মিত্র। বৈঠক পরিচালনা করেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, ডব্লিউবিআইডিসির চেয়ারম্যান রাজীব সিনহা।
এদিনের আলোচনা সভায় যোগ দিয়েছিলেন বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধিরা। ইতালি, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, কেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মালয়েশিয়া, মরক্কো এবং স্লোভেনিয়ার রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা এদিনের সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও ভার্চুয়ালি এদিনের সভায় যোগ দেয় লাক্সেমবার্গ, পোল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, জাপান, ফিনল্যান্ড, ফ্রান্স, কোরিয়া প্রজাতন্ত্র ইত্যাদির দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসন্ন শিল্প সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।