কোনওরকমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে হবে। তাই সরকারি নির্দেশ পেয়েই কিয়েভ ছেড়ে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। পোল্যান্ড সীমান্তে পৌঁছনোর আগেই গুলিবিদ্ধ হলেন ভারতীয় পড়ুয়া। কিয়েভেরই একটা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী ভিকে সিং। গুলিবিদ্ধ পড়ুয়ার পরিচয় জানা যায়নি। এর আগে রাশিয়ার হামলায় নবীণ শেখরাপ্পা নামে কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়। আরও এক পড়ুয়ার প্রাণ গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এবার এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হলেন।
সরকার আগেই ভারতীয়দের যেভাবেই হোক কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে শহর ছেড়ে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেন ওই পড়ুয়াও। কিন্তু মাঝপথেই গুলিবিদ্ধ হতে হয় তাঁকে। জেনারেল সিং জানিয়েছেন, ‘আমি আজ খবর পেলাম কিয়েভ থেকে আসার পথে আরও এক ভারতীয় গুলিবিদ্ধ হয়েছে। মাঝ রাস্তা থেকে তাঁকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার হাসপাতালেই ভর্তি আছেন তিনি’।
জেনারেল আরও বলেন, ‘গোলাগুলি দেখে না কে ভারতীয়, কে ইউক্রেনিয়ান, কে রাশিয়ান বা কে অন্য দেশের নাগরিক৷ আমাদের আরও এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর চিকিৎসা চলছে৷ আমাদের এখন লক্ষ্য ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যে কোনও মূল্যে ভারতীয়দের নিরাপদে বের করে আনা’।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও বেশ কিছু ভারতীয় আটকে রয়েছে। ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে বহু ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে আনা গিয়েছে। সরকার দাবি করছে ৮০ শতাংশের বেশি ভারতীয় ইতিমধ্যেই ইউক্রেন ছেড়েছে। কিন্তু এখনও কয়েক হাজার পড়ুয়া ইউক্রেনে আটকে।