বালুরঘাট। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড়। সেখানেই ধুয়ে মুছে সাফ পদ্মশিবির। উল্টে বামেরা খাতা খুলে ফেলেছে সেখানে। বালুরঘাটে একেবারে শোচনীয় পরাজয় শিকার করতে হয়েছে বিজেপিকে। বুক চিতিয়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
উত্তরবঙ্গের সবকটা পুরসভা তো হাতছাড়া হলই। তার সঙ্গে বালুরঘাটও। বিজেপির ঘাঁটি বলা হচ্ছিল বালুরঘাটকে। এই কেন্দ্রের সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের আগে থেকেই বালুরঘাটে ঘাঁটি গেড়েছিলেন তিনি। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল সেই কোথাও নেই পদ্মফুল।
বিজেপির ঘরে পদ্মফোটা তো দূরের কথা উল্টে নতুন করে জেগে উঠেছে লাল ঝাণ্ডা। শিলিগুড়িতে লাল দুর্গে ফাটল ধরিয়ে এবার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে আবার বালুরঘাটে বামেরা জয়ী হয়েছে একটি ওয়ার্ড জয় পেয়েছে বামেরা। হঠাৎ করে উত্তরবঙ্গে বামেদের এই জয় নজর কেড়েছে। বালুরঘাট পুরসভার মোট ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা পেয়েছে ২টি ওয়ার্ড। আর বিজেপি একেবারে শূন্য। খাতাই খুলতে পারেননি বিজেপি প্রার্থীরা। কংগ্রেসও শূন্য পেয়েছে সেখানে।
উত্তরবঙ্গের সব পুরসভা ভোটেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। মাথাভাঙা, কোচবিহার, মাল, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, মালদহ, সহ সব পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কাজেই উত্তরবঙ্গে আর পদ্মফোটানোর জায়গা রাখেনি তৃণমূল কংগ্রেস। সবকটি পুরসভাতেই বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার নিজেও কিছু করে উঠতে পারেননি। পুরসভা ভোটের পরের দিন রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডেকে বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তাতেও কোনও লাভ হল না।