আসন্ন আইপিএল শুরুর আগেই চিন্তা বাড়ল গুজরাট টাইটান্স শিবিরে। নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি নিলামে অনেক আশায় দলে নিয়েছিল জেসন রয়কে। ইংল্যান্ডের এই মারকুটে ব্যাটারকে দলে নিতে দু’কোটি টাকা খরচ করেছিল তাঁরা। কিন্তু শেষমেশ নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নিলেন জেসন। আইপিএল খেলবেন না তিনি। আইপিএল-এর ব্যবস্থায় নাকি সন্তুষ্ট নন ইংরেজ ব্যাটার। বিশেষ করে প্রতিযোগিতার জৈব বলয় নিয়ম পছন্দ হয়নি তাঁর। তাই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে সে কথা জানিয়েও দিয়েছেন জেসন।
প্রসঙ্গত, আগের বার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন জেসন। ওপেনিং ব্যাটারের দায়িত্বও সামলেছিলেন। কিন্তু এ বার তিনি নিজেকে সরিয়ে নেওয়ায় সমস্যায় গুজরাত। তাঁর বিকল্প খুঁজতে শুরু করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। দারুণ ছন্দে রয়েছেন জেসন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগে ছ’ম্যাচে ৩০৩ রান করেছেন। মাত্র ছ’টা ম্যাচ খেলেও তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ রান শিকারীদের তালিকায় উপরের দিকেই রয়েছেন। সম্প্রতি দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন জেসন। জানিয়েছেন, পরিবারকে সময় দিতে চান। আইপিএল খেলতে হলে দু’মাসের বেশি তাঁকে পরিবারকে ছেড়ে থাকতে হবে।
এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে তাঁকে ১.৫ কোটি টাকা দিয়ে কেনে দিল্লী ক্যাপিটালস। সেবারও প্রতিযোগিতা শুরুর আগে সরে দাঁড়ান তিনি। করোনা বিধি নিষেধের কারণে অনেক ক্রিকেটারই আইপিএল-এর মতো দীর্ঘ সময়ের প্রতিযোগিতা খেলতে চাইছেন না। অনেকে আবার মাঝ পথে সরে দাঁড়াচ্ছেন। জৈব বলয়ের একঘেয়েমি কাটাতে সারা বছর দেশের হয়ে খেলার পর আইপিএল-এর মতো প্রতিযোগিতা খেলতে অনিচ্ছুক একাধিক ক্রিকেটার।