অধিকারীদের হাত থেকে কাঁথি আগেই ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া পুরসভাও দখল করল শাসকদল। এখানে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি।
ভাটপাড়ার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। কিন্তু ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। দুটি ওয়ার্ডের ফলাফল এখনও সামনে আসেনি।
ভোটের দিন বহিরাগতদের এনে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ এনেছিল বিজেপি! এমনকী কোন্দলের জেরে নিজের ওয়ার্ডে বিজেপি প্রার্থী না থাকায় ভোটই দিতে পারেননি অর্জুন সিং। তারপর থেকেই কানাঘুষো চলছিল, এলাকায় আর অর্জুনের প্রভাব নেই। ফল ঘোষণার দিন সেটাই সত্যি হল।
২০১৯ সালের লোকসভার পরে যে সাতটি পুরসভার দখল নিয়েছিল বিজেপি, তার মধ্যে ছিল ভাটপাড়াও। তবে সব ক’টিই হাতছাড়া হয় তাদের। ভাটপাড়া পুরসভার ৩৪ সদস্যর মধ্যে ১৯ জন তৃণমূল কাউন্সিলর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে গেরুয়া ঝড়ের পর যোগ দিয়েছিলেন বিজেপি-তে। এর পরে আরও কয়েক জন গেরুয়া শিবিরে যোগ দিলে জুন মাসে দেখা যায়, বিজেপি-র দিকে রয়েছেন ২৬ জন সদস্য। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁদের মধ্যে থেকে ১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন। তৃণমূলের শক্তি বেড়ে গিয়ে ২১ হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ চলে যায় তৃণমূলের হাতেই। এর পর পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বসানো হয় প্রশাসক। এবার সেই পুরসভায় পুরোপুরি ক্লিন স্যুইপ করল তৃণমূল।
