এবার আনিস খান হত্যাকাণ্ড নিয়ে এবার রাস্তায় নামল তৃণমূল। এদিন আমতার গুজারপুর থেকে আমতা থানা পর্যন্ত মিছিল করল শাসকদল।
সোমবার দুপুরে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। আনিস হত্যায় বিরোধীদের ঘৃণ্য রাজনীতি নিয়ে এদিন রাস্তায় নেমেছে শাসকদলের ছাত্র সংগঠন। তার আগে আমতায় মিছিল করে তৃণমূল। নেতৃত্ব দিলেন চিকিৎসক সেলের নেতা তথা বিধায়ক তথা বিধায়ক নির্মল মাজি।
সেই মিছিল থেকে স্লোগান উঠল, পুলিশের গাড়িতে বোম মারা হল কেন সিপিএম জবাব দাও। মিছিলের একদম সামনে যে ব্যানার ধরে নির্মল মাজিরা হাঁটছিলেন তাতে লেখা ছিল, ‘কমরেডদের রক্তমাখা হাতে দরদের নাটক ও অরাজকতা বন্ধ হোক।’